দ্য রিপোর্ট প্রতিবেদক : বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী গুপ্তহত্যা ও গুমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুধবার বি.চৌধুরী এ দাবি জানান।

বি.চৌধুরী বলেন, ‘সংবাদ মাধ্যমের বিভিন্ন সূত্রে সারাদেশে গুপ্তহত্যা বা গুমের সংখ্যা বেড়েছে বলে প্রচারিত হচ্ছে। দেশের জন্য এ ধরনের সংবাদ আশংকাজনক। সভ্য ও গণতান্ত্রিক সমাজে এ অবস্থা মোটেও গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘সরকার এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন, এটাই আমাদের দাবি।’

বি. চৌধুরী বিবৃতিতে আরও বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী এসএমএস কিবরিয়ার হত্যাকাণ্ডের নয় বছর পেরিয়ে যাচ্ছে। সরকার অনেক হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করেছেন। অথচ এই শ্রদ্ধেয় মানুষটির বিচার কিছুতেই এগুচ্ছে না- এটা অগ্রহণযোগ্য।’

বি. চৌধুরী বলেন, ‘এর ভেতর কী রহস্য রয়েছে জনগণ তা জানতে চায়। আমি আমার দলের ও কিবরিয়া পরিবারের তরফ থেকে দ্রুত ন্যায়বিচার দাবি করছি।’

(দ্য রিপোর্ট/সাআ/এমডি/সা/জানুয়ারি ২৯, ২০১৪)