চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের রাউজান পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে দেবাশীষ পালিত নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ২৮১৬২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী আব্দুল্লাহ আল হাসান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২১২০ ভোট।

চন্দনাইশ পৌরসভায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মাহবুবুল আলম খোকা। তিনি পেয়েছেন ১১৫২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির মোহাম্মদ আইয়ুব ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৭০ ভোট।

সন্দীপ পৌরসভার জাফরুল্লা টিটু নৌকা প্রতীকে ২০৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমতুল্লা বাহাদুর ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬৪ ভোট।

মীরসরাই পৌরসভার মো. গিয়াস উদ্দিন নৌকা প্রতীকে ৭২৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৫ ভোট।

সীতাকুণ্ড পৌরসভার বদিউল আলম নৌকা প্রতীক নিয়ে ১৪৮৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ আবুল মনসুর ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৯৪২ ভোট।।

(দ্য রিপোর্ট/এএ/এএসটি/এনআই/ডিসেম্বর ৩০,২০১৫)