বগুড়া সংবাদদাতা : বগুড়ায় বোমা তৈরির সরঞ্জামাদি ও তাজা পেট্রোল বোমাসহ জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শহরের জামিলনগর এলাকায় একটি বাসা থেকে বুধবার দুপুর ২টায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাবতলী উপজেলার জাবেদ আলীর ছেলে আব্দুর রহিম (২৩), একই উপজেলার মতিয়ার রহমানের ছেলে সুলতান মাহমুদ (৪৫), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রেজাউল করিমের ছেলে রাশেদুল ইসলাম রাসেল (১৮) এবং শিবগঞ্জ উপজেলার মোশাররফ হোসেনের ছেলে একেএম মহসিন আলী (২১)।

সদর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের জামায়াত-শিবির আধ্যুষিত এলাকা জামিলনগরের একটি বাসা থেকে ৪ নেতাকর্মীকে আটক করা হয়। ওই বাসা তল্লাসি করে এক বস্তা ছোট পাথর, এক বস্তা বিস্ফোরক দ্রব্য, একটি তাজা পেট্রোল বোমা ও দুই ট্যাংকি পেট্রোলসহ বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটক সবাই জামায়াত-শিবিরের নেতাকর্মী। এরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি ভাড়া বাসায় বোমা তৈরি করে আসছিলেন।’

তিনি আরও বলেন, ‘আটকদের বগুড়া সদর থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখানো হবে।’ জিঞ্জাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এএইচ/এনডিএস/আরকে/জানুয়ারি ২৯, ২০১৪)