দ্য রিপোর্ট প্রতিবেদক : লভ্যাংশ ঘোষণা করেছে মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ফান্ডটির ট্রাস্টি বোর্ডের সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের জন্য ইউনিটিহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বিনিয়োগকারী নির্বাচনের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ১১ ফেব্রুয়ারি।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/আরকে/জানুয়ারি ২৯, ২০১৪)