কলেজ শিবিরমুক্ত করতে প্রধানমন্ত্রীর সাহায্য চাইল ছাত্রলীগ
চট্টগ্রাম অফিস : দীর্ঘ ২৮ বছর ধরে ইসলামী ছাত্রশিবিরের দখলে থাকা চট্টগ্রাম সরকারি কলেজ ও হাজী মুহাম্মদ মহসীন কলেজকে পুরোপুরি শিবিরমুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ছাত্রলীগ নগর শাখা।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ দাবি কলেজ ছাত্রলীগ সভাপতি ইমরান আহম্মেদ ইমু। সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি পেশ করেন তিনি। দাবি আদায় না হলে কলেজ দু’টি খুলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে ছাত্রলীগ।
লিখিত বক্তব্যে ইমরান আহম্মেদ ইমু বলেন, ‘দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে সশস্ত্র শিবির ক্যাডারদের হাত থেকে রক্ষা করে মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস ও চেতনার চর্চাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা আজ সময়ের দাবি। এ জন্য দাবি পূরণের আগে ২ জানুয়ারি কোনোভাবেই কলেজ খুলতে দেওয়া হবে না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ অন্যান্য ছাত্র নেতারা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরুল আজিম রনি বলেন, ‘২ জানুয়ারি আমরা কলেজ খুলতে দেব না। কারণ ২ জানুয়ারি যদি কলেজ খোলা হয় তাহলে শিবির ক্যাডাররা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে কাউকে হত্যা করতে পারে। আমরা পবিত্র এ ক্যাম্পাসে রক্ত ঝরতে দিতে পারি না। কলেজ খোলার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে।’
(দ্য রিপোর্ট/এএসটি/সা/ডিসেম্বর ৩১, ২০১৫)