দ্য রিপোর্ট প্রতিবেদক : অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বিদ্যুৎ ও জ্বালানী খাতের পদ্মা অয়েল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধ বার্ষিক (জুলাই ’১৩-ডিসেম্বর ’১৩) আর্থিক প্রতিবেদন অনুযায়ী পদ্মা অয়েলের কর পরবর্তী মুনাফা হয়েছে ১০১ কোটি ৫৩ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ১১.৩৭ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৯৫ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা এবং ১০.৭৪ টাকা।

তবে ২০১৩ সালের জন্য প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস শেয়ারের হিসাবে ৩১ ডিসেম্বর ২০১৩ সালের অর্ধ বার্ষিকে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হবে ১০.৩৪ টাকা। একই হিসাবে যা আগের বছরের একই সময়ে হবে ৯.৭৬ টাকা।

বিগত তিন মাসে (অক্টোবর ’১৩-ডিসেম্বর ’১৩) এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৪ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.৮৭ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৫২ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা এবং ৫.৯০ টাকা।

তবে ২০১৩ সালের জন্য প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস শেয়ারের হিসাবে বিগত তিন মাসে (অক্টোবর ’১৩-ডিসেম্বর ’১৩) এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হবে ৩.৫২ টাকা। একই হিসাবে যা আগের বছরের একই সময়ে হবে ৫.৩৭ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/আরকে/জানুয়ারি ২৯, ২০১৪)