বিশ্বনাথে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার রাতে উপজেলা সদরের পুরান বাজারের আল-জয়নাল ব্রাদার্স স্টোরে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা।
দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক আবদুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জয়নাল মিয়া বলেন, প্রতিদিনের মতো রাত ১২টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে দোকানে এসে দেখি তালা ও ঘরের পেছনের জানালা ভাঙ্গা। দোকানে রাখা মালামাল এলোমেলোভাবে পড়ে আছে। দোকানের ক্যাশে রাখা নগদ ৮০ হাজার টাকা, গ্রামীণ ফোনের মোবাইল কার্ড প্রায় তিন লাখ টাকাসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে।
(দ্য রিপোর্ট/এমজে/এফএস/এমএআর/জানুয়ারি ২৯, ২০১৪)