নোয়াখালী প্রতিনিধি : „নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মাকসুদুর রহমান মাসুদ (৩২), মামুন (২৪), রায়হান (২৫), নাজিম উদ্দিন (২৩), উমর কাজী (২৬), পারভেজ (২৩), শুভ (২১), রাহিন (২৪) এবং ছাত্রলীগের জিহাদ (২১), জলিল (২৩), ফয়সাল (২২), সাদ্দাম (২৫), সজিব (২৬) ও শুভকে (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল জানান, দুপুরে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল বের করে। এক পর্যায়ে তারা ক্যাম্পাসে অবস্থানরত ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালালে উভয় পক্ষের সংঘর্ষ বেঁধে যায়।

কবিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জু এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছাত্রদলের মিছিল চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।’

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত। এ ঘটনায় কবিরহাট বাজারসহ বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এইউ/এনডিএস/সা/জানুয়ারি ২৯, ২০১৪)