চট্টগ্রামে অস্ত্রসহ আটক ২
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মহানগরীর বায়েজিদ বোস্তামীর ওয়াজেদিয়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। তারা হলেন- মো. হাসান (৩০) ও ইলিয়াস হোসেন (২৫)। শুক্রবার বিষয়টি সংবাদকর্মীদের জানানো হয়।
র্যাব চট্টগ্রামের উপ-পরিচালক স্কোয়াডন লিডার শাফায়েত জামিল ফাহিম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে র্যাবের চান্দগাঁও ক্যাম্পের সদস্যরা বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে অস্ত্রসহ আটক করে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/আর/এমএআর/এইচ/জানুয়ারি ০১, ২০১৬)