দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই- ডিসেম্বর) লক্ষ্যমাত্রার চেয়ে ৭ হাজার ১৫৫ কোটি ২০ লাখ টাকা রাজস্ব ঘাটতি হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর সূত্র জানায়, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৭ হাজার ৫১৮ কোটি ৮২ লাখ টাকা। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৫০ হাজার ৩৬৩ কোটি ৬২ লাখ টাকা।

গত ১৩ জানুয়ারি এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, রাজনৈতিক অস্থিরতা, বিশ্বমন্দা ও ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ায় রাজস্ব আদায়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি।

সূত্র জানায়, তবে রাজস্ব আদায়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে। গত অর্থবছরে এ সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৪৪ হাজার ৮৬৪ কোটি ৯৩ লাখ টাকা।

এনবিআরের হিসাব মতে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে শুল্ক খাতে রাজস্ব আদায় হয়েছে ১৫ হাজার ৭২৮ কোটি ১১ লাখ টাকা, মূল্য সংযোজন কর (মূসক) খাতে ১৮ হাজার ৬৯৫ কোটি ৪৯ লাখ টাকা ও কর রাজস্ব আদায় হয়েছে ১৬ হাজার ৬৩৪ কোটি ২১ লাখ টাকা। এ ছাড়া অন্যান্য খাতে আদায় হয়েছে ৩০৫ কোটি ৮১ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এএইচএস/এনডিএস/সা/জানুয়ারি ২৯, ২০১৪)