চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ শহরের অক্টর মোড় এলাকায় মিনিবাসের ধাক্কায় আহত হন স্কুল শিক্ষক সারয়ারুল ইসলাম। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

সারয়ারুল ইসলাম ছয়রশিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের অক্টর মোড় এলাকায় রাস্তা পার হবার সময় মিনিবাসের ধাক্কায় তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/এআরএন/এফএস/এমএআর/এনআই/জানুয়ারি ২৯, ২০১৪)