২৯ জানুয়ারির গেইনার তালিকা
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯ জানুয়ারি, বুধবার দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকার প্রথম স্থানে উঠে এসেছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। এ দিন এ শেয়ারের দর বেড়েছে ৮.৬৭ শতাংশ বা ১২ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৮.৪০ শতাংশ বা ৫.৬ টাকা, বিআইএফসির শেয়ার দর বেড়েছে ৮.২৪ শতাংশ বা ১.৫ টাকা, নিটোল ইন্স্যুরেন্সের ৮.১৭ শতাংশ বা ৩ টাকা, আরগন ডেনিমসের ৭.৭৬ শতাংশ বা ৫.৬ টাকা, মেট্রো স্পিনিংয়ের ৭.৩৮ শতাংশ বা ১.৫ টাকা, আমরা টেকনোলোজিসের ৭.০৮ শতাংশ বা ২.৬ টাকা, আনলিমা ইয়ার্নের ৬.৭৬ শতাংশ বা ১.৮ টাকা, স্টাইল ক্রাফটের ৬.৬৪ শতাংশ বা ৬২.৫ টাকা এবং পদ্মা লাইফের শেয়ার দর বেড়েছে ৬.৫৯ শতাংশ বা ৫.৩ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/ এনআই/জানুয়ারি ২৯, ২০১৪)