চট্টগ্রাম রেলওয়ে কলোনিতে আগুন
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর পূর্ব মাদারবাড়ি রেলওয়ে স্টেশন কলোনিতে আগুনে পুড়ে গেছে ৬টি বসতঘর।
শনিবার পৌনে ১১টার দিকে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৯টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ-পরিচালক আব্দুল মালেক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনের খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন কেউ হতাহত হয়নি। তবে ৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
আব্দুল মালেক আরও জানান, রেলের জায়গায় এসব অবৈধ বসতঘর তুলে নিম্ন আয়ের লোকজন বসবাস করতেন।
(দ্য রিপোর্ট/এসবি/এনডিএস/এইচ/জানুয়ারি ০২, ২০১৬)