চট্টগ্রাম কলেজ শিবিরমুক্ত করতে ছাত্রলীগের ব্যতিক্রমী কর্মসূচি
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সরকারি কলেজ খোলার প্রথম দিন শনিবার ক্যাম্পাসে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
শিবিরমুক্ত ক্যাম্পাস গড়তে ক্যাম্পাস এবং প্রশাসনিক ভবনে রক্ত ঢেলে প্রতিবাদ জানায় ছাত্রলীগ। ব্যতিক্রমী এ কর্মসূচি ছাত্রছাত্রীদের মধ্যে সাড়া ফেলেছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী। নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি এ কর্মসূচিতে নেতৃত্ব দেন।
নুরুল আজিম রণি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সকালে আমরা ক্যাম্পাসে শান্তিপূর্ণ সমাবেশ করেছি। পরে সাড়ে ১২টায় আমাদের ৮ দফা দাবি মানতে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করতে কলেজের অধ্যক্ষ কার্যালয়ের প্রবেশপথে রক্ত ঢেলে প্রতিবাদ জানানো হয়।’
রণি বলেন, ‘সভা ডেকে আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার ম্যাডামের অনুরোধে আমরা দুপুর আড়াইটায় রক্ত মুছে দিয়ে কর্মসুচি শেষ করেছি।’
উল্লেখ, শীতকালীন ছুটি শেষে শনিবার থেকে চট্টগ্রাম কলেজ খুলেছে। তবে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম থাকায় ক্লাস হয়েছে কয়েকটি।
এদিকে, ছাত্রলীগের লাগাতার সভা সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে উত্তপ্ত ক্যাম্পাসে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ। ছাত্রলীগের দাবির পরিপ্রেক্ষিতে শনিবার সকাল থেকে কলেজের মূল ফটক ছাড়া অন্যান্য ফটকগুলো বন্ধ রাখা হয়েছে। ৮ দফা দাবির মধ্যে এটিও অন্যতম দাবি ছিল ছাত্রলীগের।
গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে শিবির ছাত্রলীগের সংঘর্ষের পর থেকে মূলত ছাত্রলীগ ক্যাম্পাসের কর্তৃত্ব নেয়। বেশ কিছু শিবির নেতাকর্মী গ্রেফতারের পর বাকিরা গা ঢাকা দিয়েছেন।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা পাভেল ইসলাম, নগর ছাত্রলীগ নেতা নাজমুল হাসান রুমি, একরামুল হক রুমেল, এম কায়সার, আবু মো. আরিফ, ফরহাদ ইসলাম মিষ্টি। কর্মসূচি রক্ত সরবরাহ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ছাত্রলীগ সভাপতি রাসেদুল ইসলাম। কর্মসূচিতে অন্তত ৩০ ব্যাগ রক্ত ঢালা হয়।
(দ্য রিপোর্ট/এসবি/সা/জানুয়ারি ০২, ২০১৬)