‘ব্রোকারস অ্যাসোসিয়েশন’ গঠনের উদ্যোগ নিয়েছে ডিএসই
দ্য রিপোর্ট প্রতিবেদক : ব্রোকারদের নিয়ে ‘ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংশ্লিস্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার বেলা সাড়ে ৩টায় ডিএসই’র স্টেক হোল্ডারস ক্লাবে ব্রোকারদের একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ডিএসই’র সভাপতি আহসানুল ইসলাম টিটু । সভায় বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১-এর অধীনে এই অ্যাসোসিয়েশন গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
অ্যাসোসিয়েশনের জন্য ডিএসই প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটুকে আহ্বায়ক করে ১৫ (পনেরো) সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনে তাকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব দেওয়া হয়।
(দ্য রিপোর্ট/আরএ/ডব্লিউএন/সা/জানুয়ারি ২৯, ২০১৪)