চট্টগ্রাম অফিস : এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘বিশেষ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী গোলাম আজমের বিচার যেভাবে হয়েছে প্রধান নির্বাচন কমিশনারকেও (সিইসি) একদিন সেভাবে বিচারের মুখোমুখি হতে হবে।’

তিনি বলেন, ‘দেশের ভোটের পরিবেশ নষ্ট করা ও মানুষের ভোটাধিকার হরণের অপরাধে বিশেষ ট্রাইব্যুনালে কাজী রকিবউদ্দীনের বিচার করা হবে।’ 

চট্টগ্রাম মহানগরীর লালদিঘির নিজ বাসভবনে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পৌরসভা নির্বাচনের বিভিন্ন অনিয়ম এবং নির্বাচনকালীন পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অলি আহমদ বলেন, ‘বর্তমান সিইসি শুধু মেরুদণ্ডহীন নয়, তার সঙ্গে যে কারো তুলনা করব- এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না। তিনি চাকরি বাঁচাতে, গাড়ি-বাড়ি, টাকার লোভে বাংলাদেশকে হুমকির মধ্যে রেখেছেন। তিনি ভোটের পরিবেশ নষ্ট করেছেন। মানুষের ভোটাধিকার হরণ করেছেন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমার চন্দনাইশে ১৬টি কেন্দ্রের মাত্র তিনটিতে সুষ্ঠু ভোট হয়েছে। ২৮ ও ২৯ ডিসেম্বর রাত থেকে আওয়ামী লীগের ক্যাডাররা কেন্দ্র দখল নিতে চেয়েছিল। কিন্তু জনতার প্রতিরোধের কারণে পারেনি। পরে ভোর ৫টার পর অস্ত্রশস্ত্র নিয়ে ভোট কেন্দ্র দখলে নেয় তারা। ভোট শুরুর আগেই তিন কেন্দ্রে ব্যালটে নৌকা মার্কায় সিল দেখে একজন ম্যাজিস্ট্রেট ভোট কেন্দ্র বন্ধ করে দেন। পরে ১০টার দিকে ওই ম্যাজিস্ট্রেটকে পটিয়ায় ট্রান্সফার করা হয়। অন্তত ১০টি কেন্দ্রে নৌকার পক্ষে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করা হয়।’

‘এমন নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পালনকারী প্রিসাইডিং অফিসারদের নৈতিক অবক্ষয় হয়েছে। তারা শুধু চাকরি বাঁচানোর জন্য এ অন্যায় করেছেন’— মন্তব্য অলির।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, উত্তর জেলা এলডিপির সভাপতি নুরুল আলম তালুকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট কপিল উদ্দিন, আনোয়ার হোসেন লিপু প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসএইচ/এমএআর/জানুয়ারি ৩, ২০১৬)