বেনাপোলে মাদকসহ আটক ৬
বেনাপোল সংবাদদাতা : বেনাপোল পোর্ট থানার বিভিন্ন স্থানে বুধবার অভিযান চালিয়ে মাদক ও তরুণীসহ ৬ জনকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে শাহাজান (৩৮), ভবারবেড় গ্রামের নূর মোহাম্মাদের ছেলে আরিফ হোসেন (২৮), একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল (২২), যশোর বাঘারপাড়া থানার নওশের আলীর ছেলে রফিকুল ইসলাম (৩২)। আটকদের কাছ থেকে এ সময় ফেনসিডিল, মদ ও গাঁজা উদ্ধার করা হয়। এদিকে দুপুরে বেনাপোল চেকপোস্টের সোনার বাংলা আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কুমিল্লা সদরের আমেয়া গ্রামের জুলফিক্কার আলীর ছেলে জহিরুল (৩৫) ও গাজীপুর জেলার শ্রীপুরের এক গামের্ন্টসকর্মীকে (১৭) আটক করে পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার রাতে এরা দু’জন হোটেলে অবস্থান নিলেও হোটেল রেজিস্টারে তাদের নাম ঠিকানা ছিল না বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে পোর্ট থানার উপ-পুলিশ (এসআই) পরিদর্শক সোয়েব আক্তার জানান, হোটেলে অবৈধভাবে রাত্রিযাপনের অভিযোগে ২ জনকে এবং মাদকসহ ৪ জনকে আটক করা হয়। তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/জেএইচ/এনডিএস/সা/জানুয়ারি ২৯, ২০১৪)