চট্টগ্রামে মাঝারি ধরনের ভূমিকম্প
চট্টগ্রাম অফিস : সারাদেশের মত চট্টগ্রামেও মাঝারী ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর ৫টা ৭ মিনিটে এ ভূমকম্পন অনুভূত হয়।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মো. শাহিদুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহত্তর চট্টগ্রামে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৫৩ কিলোমিটার দুরে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল এলাকায়। সেখানে এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিভাগীয় কার্যালয়ের অফিস সহকারী প্রহল্লাদ সিং দ্য রিপোর্টকে জানান, ভোরে অনুভূত হওয়া মাঝারী ধরনের ভূমিকম্পে চট্টগ্রামের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
(দ্য রিপোর্ট/আর/এসকে/জানুয়ারি ০৪, ২০১৫)