বান্দরবানে বিএনপির ৬ কর্মী গ্রেফতার
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে ছাত্রদলসহ বিএনপির সহযোগী সংগঠনের ছয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার শহরের বাজার এলাকা থেকে বুধবার সন্ধ্যায় পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার হলেন- ছাত্রদলের কর্মী মো. পারভেজ, স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. মোর্শেদ, যুবদলের কর্মী মিজান, দেলোয়ার, হেলাল ও মো. রাসেল।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। তিনি তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমতিয়াজ আহম্মেদ জানান, পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
বান্দরবান বাজারে বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিংয়ের নেতৃত্বে কালোপতাকা মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশের লাঠিচার্জ এবং নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ১৫ জন আহত হয়।
(দ্য রিপোর্ট/এএস/এমএআর/সা/জানুয়ারি ২৯, ২০১৪)