চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি পেল বিএনপি
চট্টগ্রাম অফিস : শর্তসাপেক্ষে চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় মঙ্গলবার বিকেলে সমাবেশের অনুমতি পেয়েছে চট্টগ্রাম বিএনপি।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে সোমবার বিকেলে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে এ খবর জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫ জানুয়ারি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে দেশব্যাপী নানা আয়োজনের ঘোষণা দিয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর চট্টগ্রামের বাসভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত মঙ্গলবারের সমাবেশ সফল করার লক্ষ্যে নানা পরিকল্পনা হয় এই সভায়।
আওয়ামী লীগের ‘অবৈধ সরকার’ ক্ষমতা দখলে রাখতে একের পর এক ‘ভোট ডাকাতির মহোৎসবে’ নেমেছে- এমন অভিযোগ এনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সম্প্রতি পৌরসভা নির্বাচনে আবারও ভোট ডাকাতির মাধ্যমে ৫ জানুয়ারি ও সিটি করপোরেশন নির্বাচনের পুনরাবৃত্তি ঘটাল আওয়ামী সরকার।’
চট্টগ্রাম বিএনপির সভাপতি আরও বলেন, ‘দেশের জনগণের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে, আওয়ামী লীগ চায় না ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করুক। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে পেশীশক্তির মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় ভোটবিহীন একদলীয় একটি ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাচ্ছে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগ, তারা শুধু জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকারই কেড়ে নেয়নি, দেশের আইনের শাসন ও মানবাধিকারকেও ভূলুণ্ঠিত করেছে।
তিনি মঙ্গলবার দুপুর ২টায় কাজির দেউড়ি চত্বরে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড থেকে মিছিলসহ সমাবেশে আসার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান এবং ১১ থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
(দ্য রিপোর্ট/জেএস/এএসটি/এজেড/জানুয়ারি ০৪, ২০১৫)