বরিশালের শিশু ঢাকায় উদ্ধার
বরিশাল সংবাদদাতা : বরিশালের বানারীপাড়া এলাকা থেকে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া ১৪ বছরের এক শিশুকন্যাকে উদ্ধার করেছে পুলিশ। বানারীপাড়া থানা পুলিশের এস এই মিজানুর রহমান বুধবার সকালে তাকে নিয়ে বরিশাল আসেন।
উপজেলার করপাড়া গ্রামের দিনমজুর আ. গনি হাওলাদেরর মেয়ে সে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, উপজেলার করপাড়া গ্রামের দিনমজুর আ. গনির মেয়েকে (১৪) চাকরির প্রলোভন দেখিয়ে একই গ্রামের মো. জাকির হোসেন ডাকুয়া ১ জানুয়ারি ঢাকায় নিয়ে যায়। যাত্রাবাড়ী এলাকায় আটকে রেখে শিশুটির ওপর নির্যাতন চালানো হয়।
ওই ঘটনায় ২০ জানুয়ারি শিশুটির মা পারভীন বেগম বাদী হয়ে বরিশাল চিফ জুডিশিয়াল আদালতে একটি মামলা দায়ের করেন।
আদালতের বিচারক কন্যাটিকে উদ্ধার করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে বুধবার আদালতে পাঠায়।
(দ্য রিপোর্ট/বিএস/এমএআর/সা/জানুয়ারি ২৯, ২০১৪)