সিলেট অফিস : চাঁদাবাজি বন্ধে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতেই সিলেট কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন। উপজেলা প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর বুধবার বিকেল সাড়ে ৫টায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।

সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবুল কাহের ইজু দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদাবাজি, রাতে ট্রাকে ডাকাতি বন্ধ ও রাস্তা সংস্কারের দাবিতে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক শ্রমিক ইউনিয়ন ধর্মঘট আহ্বান করে। পাঁচদিন লাগাতার ধর্মঘটের ফলে স্থবির হয়ে পড়ে দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি ভোলাগঞ্জ। ধর্মঘটের ফলে পাথর উত্তোলন, পরিবহন ও ভাঙার সঙ্গে সংশ্লিষ্ট অর্ধ লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েন।

সিলেটের পাথর ব্যবসায়ীরা জানান, কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কোয়ারি ভোলাগঞ্জ থেকে পাথর সংগ্রহ করে তা সিলেট সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের বিভিন্ন স্থানের ক্রাশার মেশিনে ভেঙে সারাদেশে সরবরাহ করা হয়। কিন্তু সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট থাকায় পাথর সরবরাহ সম্ভব ছিল না। ফলে কোয়ারি থেকে পাথর সরবরাহ ও ক্রাশার মিলে মজুদ ভাঙা পাথরও বিক্রি না হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন।

সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার জানান, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। এতে চালকরাও আক্রান্ত হন। এ ছাড়া রাস্তায় চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনও কোনো ব্যবস্থা না নেওয়ায় লাগাতার ধর্মঘট আহ্বান করা হয়।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএআর/সা/জানুয়ারি ২৯, ২০১৪)