দ্য রির্পোট প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার হচ্ছে সেই সরকার যারা নির্বাচিত হয়ে জনগণের ওপর ‘স্টিম রোলার’ চালায়।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসন হয়ে গেল তাতে ১৫৩ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং ১৪৭ জন ৫ ভাগ ভোট পেয়েছে। জনগণের ভোটাধিকার ছাড়া যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা সম্পূর্ণ সাংবিধানিক গোঁজামিলের মাধ্যমে একটি সংসদ বহাল থাকা অবস্থায় আরেকটি সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন এবং মন্ত্রীরা মন্ত্রী থাকা অবস্থায় আরেকটি শপথ নিয়েছেন।

তিনি বলেন, গণতন্ত্র হত্যা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে যে সংসদ গঠন করা হয় তাতে কোনো কৃতিত্ব নেই, আত্মতৃপ্তির ঢেঁকুর তোলা যায়, কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় না।

মির্জা ফখরুল বলেন, আমরা সংঘাত সহিংসতা চাই না। কিন্তু আমাদের অধিকার ফিরে পেতে চাই। অত্যন্ত সচেতনভাবেই আমার শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে যাচ্ছি।

সরকারের গুপ্তহত্যা, খুন-গুম সম্পর্কে আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থায় তদন্তের দাবির ব্যাপারে কোনো সাড়া পাওয়া গেছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অনেক সাড়া পেয়েছি। কয়েকটি দেশও এ ব্যাপারে কথা বলেছে। অচিরেই আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমেই বিস্তারিত তুলে ধরবেন।

আপনাদের দাবি উপেক্ষা করে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করলেও শক্ত অবস্থানে যাচ্ছেন না কেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা সংঘাত-সংঘর্ষ এড়িয়ে চলার চেষ্টা করছি। সেই সঙ্গে আশা করছি, আইনি প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতীয়ভাবে জনমত তৈরির জন্য দেশে মানুষ এগিয়ে আসবেন।’

বিরোধী দল নির্মূলে তথাকথিত সরকারের মন্ত্রী-এমপিরা যে ভাষায় হুঙ্কার দিচ্ছে তাতে মনে হয় আমরা মধ্যযুগের বর্বরতায় বসবাস করছি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

রাজনীতি করতে হলে খালেদা জিয়াকে সহিংসতা ছাড়তে হবে- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ইনু যে ভাষায় কথা বলেন এটা কোনো গণতন্ত্রের ভাষা নয়। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তিনি কী ইতিহাস ভুলে গেছেন? এ দেশের মানুষকে হত্যা ও গুম করার সঙ্গে তার নাম এবং তার গঠিত গণবাহিনী জড়িত ছিল।

পরবর্তী আন্দোলন সর্ম্পকে তিনি বলেন, ‘আন্দোলন সময় বেঁধে হয় না। আন্দোলন তার নিজস্ব গতিতেই প্রবাহমান।’

(দ্য রিপোর্ট/এমএইচ/জেএম/সা/জানুয়ারি ২৯, ২০১৪)