চট্টগ্রামে বিএনপির সমাবেশ চলছে
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নূর আহমদ সড়কে ট্রাকে মঞ্চ বানিয়ে সমাবেশ করছে মহানগর বিএনপি। দুপুর থেকে দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।
জানা গেছে, কাজীর দেউড়ি মোড়ে সমাবেশের জন্য সোমবার মধ্যরাতে মঞ্চ তৈরি এবং এলাকা পরিদর্শনে যান নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে বিএনপি নেতারা। এ সময় পুলিশ তাদের সেখানে মঞ্চ তৈরিতে বাধা দেয়।
এ ব্যাপারে ডাক্তার শাহাদাত হোসেন বলেন, আমরা লালদীঘি মাঠে সমাবেশ করার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছিলাম। তারা বলেছিল নাসিমন ভবনে সমাবেশ করতে। আমরা কমিশনারকে অনুরোধ করেছিলাম কাজীর দেউড়ি মোড়ে সমাবেশ করব। সে মোতাবেক আমাদের প্রস্তুতি ছিল। কিন্তু রাতে পুলিশ জানায় সেখানে সমাবেশ করা যাবে না। তাই আমরা শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের সামনে নূর আহমদ সড়কে সমাবেশ করছি।
এদিকে নূর আহমদ সড়কে ট্রাকে মঞ্চ তৈরি করে সমাবেশ শুরু করেছে নগর বিএনপি। বিকেল ৩টা থেকে মাইকে বক্তব্য শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হয়েছেন।
সমাবেশ উপলক্ষে নূর আহমদ সড়কের একপাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিপুলসংখ্যক পুলিশ সমাবেশের আশপাশে অবস্থান করছে।
কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করবে। শর্তসাপেক্ষ তাদের অনুমতি দেওয়া হয়েছে। এতে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। তবে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে পৃথক সমাবেশ করছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি।
(দ্য রিপোর্ট/এমএআর/এজেড/জানুয়ারি ০৫, ২০১৬)