বগুড়া সংবাদদাতা : বগুড়ায় ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও হামলার মামলায় ৯৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে জেলা জামায়াতের রুকন সুলতান মাহমুদসহ তিন শিবিরকর্মী রয়েছেন।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. গাজিউর রহমান বলেন, পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএম- এর নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও হামলার অভিযোগে মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এমএআর/সা/জানুয়ারি ২৯, ২০১৪)