বান্দরবানে মৃদু ভূকম্পন্ন
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার রাত ৭টা ৪৯ মিনিটে দু’দফায় এই কম্পন অনুভূত হয়।
বান্দরবান মৃত্তিকা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুল ইসলাম জানান, রাতে ৭টা ৪৯ মিনিটের সময় হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে বান্দরবান শহরসহ আশপাশের এলাকা। দু’দফায় ওই কম্পন অনুভূত হয়।
প্রায় ৬ সেকেন্ড স্থায়ী ভূকম্পনের উৎপত্তি স্থল সর্ম্পকে তাৎক্ষণিক কিছুই জানাতে পারেননি তিনি।
স্থানীয় বান্দরবান পরিবেশ আন্দোলন ফোরামের সাধারণ সম্পাদক আল ফয়সাল জানান, পরিবেশ বিপর্যয়ের কারণেই ভূমিকম্পের মত ঘটনা বাড়ছে। এর ফলে পাহাড় ধসের ঘটনাও বাড়ছে বান্দরবানে। আকস্মিক এই কম্পনের সময় বান্দরবানের লোকজন ঘরবাড়ি, অফিস, দালান-কোঠা থেকে দ্রুত নেমে রাস্তায় অবস্থান নেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
(দ্য রিপোর্ট/এএস/এমএআর/সা/জানুয়ারি ২৯, ২০১৪)