শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় নূরুল আলম (১৯) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম মঙ্গলবার বিকালে এ রায় দেন। একই রায়ে আদালত নূরুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ারও আদেশ দেন।
অভিযুক্ত নূরুল আলম মোবাইল ফোনে গেম খেলতে দেওয়ার লোভ দেখিয়ে দুই বছর আগে শিশুটিকে ধর্ষণ করে। নূরুল আলম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বারইপাড়া এলাকার আজমের বাড়িতে ভাড়া থাকত। তিনি জেলহাজতে আছেন।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি (পাবলিক প্রসিকিউটর) এ্যাডভোকেট জেসমিন আক্তার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৩ সালের ২৭ অাগস্ট শিশুটিকে মোবাইলে গেম খেলতে দেওয়ার লোভ দেখিয়ে নিজের রুমে ডেকে নিয়ে নূরুল আলম পাশবিক নির্যাতন চালায়।
শিশুটি পরে বিষয়টি তার মাকে জানায়। ওই দিনই মা চান্দগাঁও থানায় মামলা করলে পুলিশ নূরুল আলমকে গ্রেফতার করে।
(দ্য রিপোর্ট/জেএস/এমএআর/সা/জানুয়ারি ০৫, ২০১৬)