দ্য রিপোর্ট প্রতিবেদক : অভিনেতা খালেকুজ্জামানকে অপারেশন শেষে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখার পর কিছুটা সুস্থ হলে তাকে বুধবার বাসায় নিয়ে যাওয়া হয়।

এ সম্পর্কে তার ছেলে জিসান দ্য রিপোর্টকে বলেন, ‘তার হার্টে ৬টি ব্লক ধরা পড়েছে। অপারেশন করে তিনটি ব্লকে চারটি রিং বসানো হয়। ডাক্তার বলেছেন বাকি ব্লকগুলোর জন্য নিয়মিত ওষুধ খেতে হবে। আমরা তাকে বাসায় নিয়ে এসেছি। তিনি এখন আগের চেয়ে কিছুটা সুস্থ।’

রাজধানীর স্কয়ার হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. খালেদ মহসিনের তত্ত্বাবধানে খালেকুজ্জামানের চিকিৎসা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ‘১৯ ডিসেম্বর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অভিনয় আর ব্যবসায়ের প্রতি বেশি মনোযোগী হওয়ায় তিনি অপারেশন করাননি। এর মধ্যে নাটক ও ব্যবসায়ের কাজ গুছিয়ে নেন। ২৫ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।’

৬৪ বছর বয়সী অভিনেতা খালেকুজ্জামান বহুদিন ধরে টেলিভিশন নাটকে অভিনয় করছেন। বর্তমানে তার অভিনীত ‘সেকেন্ড ইনিংস’ ধারাবাহিকটি এশিয়ান টিভিতে চলছে। এ ছাড়াও মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি নিজের সিএন্ডএফ প্রতিষ্ঠান ‘মিতালী ইন্টারন্যাশনাল’ পরিচালনা করছেন তিনি।

(দ্য রিপোর্ট/আইএফ/এপি/ এনআই/জানুয়ারি ২৯, ২০১৪)