চট্টগ্রাম অফিস : বঙ্গোপসাগরের চট্টগ্রাম সীমানায় অভিযান চালিয়ে ১০ লাখ পিস ইয়াবাসহ একটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার জব্দ করেছে র‌্যাব। এ সময় মাদক পাচারকারী চক্রের ৮ সদস্যকে আটক করা হয়।

বুধবার ভোরে র‌্যাব-৭ এর (চট্টগ্রাম) একটি টিম এ অভিযান চালায়।

র‌্যাব-৭ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে গোপন সংবাদের ভিক্তিতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। ট্রলার থেকে প্যাকেট ভর্তি ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রলারের মালিকসহ আটজনকে আটক করা হয়।

আটকেদের র‌্যাব-৭ চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয়ে আনা হচ্ছে। এ ব্যাপারে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসএস/এনডিএস/এইচ/জানুয়ারি ০৬, ২০১৬)