‘তারা রাস্তায়ই থাকুক’
নারায়ণগঞ্জ সংবাদদাতা : নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, ‘বিএনপি রাস্তায় থাকতে পছন্দ করে, তারা রাস্তায়ই থাকুক। তাদের সংসদে আসার কোন দরকার নেই।’
উপজেলার মেঘনা শিল্প নগরীর আনন্দ শিপইয়ার্ড পরিদর্শন শেষে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
‘বিএনপিকে সংসদে আসার কোন দরকার নেই’- এর কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘তারা বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ৪৪৩ কর্মদিবসের মধ্যে মাত্র ১০ দিন সংসদে উপস্থিত ছিলেন। আমরা সংসদে আছি, আমরা সংসদেই থাকতে চাই।’
তিনি বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, ‘বিএনপি যদি এই সরকারকে অবৈধ সরকার বলে তা হলে সরকারের সঙ্গে আলোচনা করাও অবৈধ। বিএনপি যদি সন্ত্রাসী পথ এবং সন্ত্রাসীদের ছেড়ে আলোচনায় আসতে পারে তবেই তাদের সঙ্গে আলোচনা হতে পারে।’
প্রায় ১৫২ কোটি টাকা ব্যয়ে তিনটি ড্রেজার, ১৫টি হাউজ বোর্ড ও পাঁচটি ক্রেন বোর্ড নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী।
এর আগে, বুধবার সকালে কাঁচপুর সেতু এলাকায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ওয়াকওয়ে পরিদর্শন করেন নৌ-পরিবহন মন্ত্রী। সিদ্ধিরগঞ্জে চার কিলোমিটার ও শহরে এক কিলোমিটারব্যাপী ওয়াকওয়ের নির্মাণ কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এক বছর আগে এর নির্মাণ কাজ শুরু হয়। ইতোমধ্যে ৬৪ ভাগ কাজ শেষ হয়েছে।
পরিদর্শনকালে মন্ত্রী কাঁচপুরে বালু ব্যবসার জন্য ওয়াকওয়ের যে সকল ফাঁকা জায়গা রাখা হয়েছে তা বন্ধের নির্দেশ দেন। এ ছাড়া ভরাট করা বালু দ্রুত অপসারণেরও নির্দেশ দেন তিনি।
এরপর দুপুরে মন্ত্রী শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় বিআইডব্লিউটিএ-এর নারায়ণগঞ্জ নদী বন্দরের ঊর্ধ্বতন উপ-পরিচালক আলমগীর কবির নারায়ণগঞ্জে টার্মিনাল ভবনটি আধুনিকায়ন, একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্রেন ও একটি কনফারেন্স রুম নির্মাণের দাবি জানান মন্ত্রীর কাছে। পরে মন্ত্রী উত্থাপিত দাবিগুলো লিখিতভাবে দেওয়ার নির্দেশ দেন।
মন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নৌ-পরিবহন সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান ড. মুহাম্মদ সামছুদ্দোহা খন্দকার, আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজ লিমিটেডের চেয়ারম্যান ড. আবদুল্লাহহেল বারী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিসেস আফরোজা বারী, প্রকৌশলী ফিরোজ আহমেদ, ভোলানাথ দে, বিআইডব্লিউটিএ-এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মঞ্জুর কাদির, ঊর্ধ্বতন উপ-পরিচালক আলমগীর কবির, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কাউন্সিলর নূর হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
(দ্য রিপোর্ট/এমএমএম/এমএআর/ এনআই/জানুয়ারি ২৯, ২০১৪)