নিজামীর রায়ে চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল
চট্টগ্রাম অফিস : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখায় চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ ও সাংস্কৃতিক কর্মীরা।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে বুধবার সকাল ৯টার দিকে রায় ঘোষণার পরপরই উল্লাস মেতে ওঠে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনরত এ সংগঠনের নেতাকর্মীরা।
এ ব্যাপারে প্রতিক্রিয়া গণজাগরণ মঞ্চের চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘অসংখ্য তাজা প্রাণ ও মা-বোনদের ত্যাগের বিনিময়ে পাওয়া এ স্বাধীন দেশে কোনো পরাজিত শক্তি এবং তাদের দোসরদের অস্তিত্ব থাকতে পারে না। সরকার দেশকে কলঙ্কমুক্ত করার যে বিচারিক কার্যক্রম শুরু করেছে তা যেন অব্যাহত থাকে। বাংলাদেশ সম্পূর্ণ রাজাকারমুক্ত না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের আন্দোলন অব্যাহত থাকবে।’
এদিকে নিজামীর ফাঁসির রায় বহালের খবরে নগরীর জামালখান চেরাগী পাহাড় এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে গণজাগরণ মঞ্চ এবং সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। রায় ঘোষণার খবরে সকাল থেকে তারা নগরীর চেরাগী পাহাড় চত্বরে জড়ো হতে থাকে। বেলা ১১টার দিকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি জামালাখান, প্রেসক্লাব হয়ে আন্দরকিল্লা এলাকা প্রদক্ষিণ করে আবার চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।
(দ্য রিপোর্ট/এনডিএস/এইচ/জানুয়ারি ০৬, ২০১৬)