বেনাপোল (যশোর) সংবাদদাতা : যশোর-বেনাপোল সড়কের নাভারণ বাজারে ট্রাকের চাপায় শার্শা উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি শাহ জালাল উদ্দিন বাবু (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

শাহ জালাল উদ্দিন বাবু উপজেলার নাভারন রেল বাজার গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ কবির জানান, শাহ জালাল উদ্দিন আছরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে নাভারন বাজারে ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

(দ্য রিপোর্ট/জেএস/এমএআর/এনআই/জানুয়ারি ২৯, ২০১৪)