চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় দুই ব্যক্তির ওপর হামলা চালিয়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন মো. হাসান ও ফরিদুল ইসলাম। বুধবার এ ঘটনা ঘটে।

 

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে দুই ব্যক্তি টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছেন। তারা বলেছেন, বুধবার বিকেলে তাদের টাকা ছিনতাই হয়েছে। তাই ঘটনাটি আদৌ সত্য কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।  

 

ঘটনার শিকার আহত দুই ব্যক্তি পুলিশকে জানিয়েছে, ২২ লাখ টাকা নিয়ে তারা বুধবার বিকেলে নগরীর শহীদ মিনার এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের ওপর হামলা চালিয়ে ব্যাগভর্তি টাকা নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তারা দু’জন আহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএম/এসবি/এইচ/জানুয়ারি ০৭, ২০১৬)