চট্টগ্রামে হরতালে সাড়া নেই
চট্টগ্রাম অফিস : মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকা বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল তেমন সাড়া ফেলেনি বন্দর নগরী চট্টগ্রামে।
কিছু স্কুল কলেজ অফিস আদালত বন্ধ থাকলেও যানবাহন চলাচল স্বাভাবিক ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে জেলায় দূর পাল্লার যানবাহন বন্ধ রয়েছে।
সকাল থেকে হরতালে চট্টগ্রামের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালে পুলিশী ভয়ে প্রকাশে পিকেটিংয়ে অংশ না নিলেও নগরীর বিভিন্ন এলাকার অলিগলিতে জামায়াত শিবিরের কর্মীরা হরতালে ঝটিকা মিছিল করেছে।
হরতালে সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে স্বাভাবিক যান চলাচল করছে। রিকশা, অটোরিকশা, টেম্পু, সিটিবাস, মিনিবাস ও হিউম্যান হলার চলাচল করলেও ব্যক্তিগত যানবাহন চলাচল কম গেছে।
চট্টগ্রাম থেকে ট্রেন চলাচলও স্বাভাবিক বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা স্বাভাবিক হলেও তা বাইরে যাচ্ছে না বলে জানান বন্দর কর্তৃপক্ষ।
হরতালে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। নগরীর অর্ধশত এলাকায় অন্তত ২ হাজার পুলিশ মোতায়েন করেছে সিএমপি।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। নগরীতে কোন ধরনের নাশকতা করতে দেওয়া হবেনা বলেও জানান তিনি।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আউয়াল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালে জেলায় স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়সহ সব সড়কে অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে।
এদিকে নগরীর বিভিন্ন এলাকায় হরতালবিরোধী সভা সমাবেশ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন। যুদ্ধাপরাধিদের বাঁচাতে জামায়াতের হরতালের প্রতিবাদে সকাল ১১টায় দোস্ত বিল্ডিং চত্বরে সমাবেশ করছে সেক্টর কমান্ডার্স ফোরাম।
জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ দ্য রিপোর্টকে জানান, সকাল থেকে হরতালের সমর্থনে নগরীর ডবলমুরিং, বন্দর, পতেঙ্গা, হালিশহর, কোতোয়ালী, বাকলিয়া ও চান্দগাঁওসহ বিভিন্ন এলাকায় মিছিল করেছে জামায়াত।
(দ্য রিপোর্ট/এফএস/এসবি/এনআই/জানুয়ারি ০৭, ২০১৬)