দ্য রিপোর্ট প্রতিবেদক : পুরান ঢাকার জজকোর্ট এলাকার রাস্তায় তল্লাশির নামে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে পুলিশের এক এএসআই এর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সূত্রাপুর থানার এএসআই সাইফুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন বেশ কয়েকজন পথচারি।

অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে এএসআই সাইফুল তাদের সামনেই চাঁদা আদায়ের চেষ্টা করেন। এ ব্যাপারে একজন ‍ওষুধ ব্যবসায়ী মৌখিক অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান।

চাঁদাবাজির শিকার বরিশালগামী আতাউর রহমান (২১) বলেন, জজকোর্ট এলাকার সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় এএসআই সাইফুল আমাকে তল্লাশি করে। এ সময় আপত্তিকর কিছু না পেয়ে আমাকে মাদকাসক্ত বলে জোরপূর্বক আড়াই হাজার টাকা আদায় করে।

এছাড়া সাইফুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন ওষুধ বিক্রেতা রিয়াজ উদ্দিন। তিনি জানান, মিডফোর্ড থেকে ওষুধ কিনে ফেরার সময় এএসআই সাইফুল আমার পথরোধ করে এক হাজার টাকা চাঁদা দাবি করে। দিতে অস্বীকৃতি জানালে আমাকে মারধর করে।

অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এমনকি সাংবাদিকদের সামনেই রিয়াজউদ্দিনের কাছে পুনরায় চাঁদা দাবি করেন। একইসঙ্গে রোকন নামের এক ভ্যানচালকের কাছেও দুইশ টাকা চাঁদা দাবি করেন তিনি।

এ ব্যাপারে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, একজন ওষুধ ব্যবসায়ী এএসআই সাইফুলের বিরুদ্ধে এক হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে আমি তার সঙ্গে কথা বলেছি। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এলআরএস/এপি/জানুয়ারি ২৯, ২০১৪)