নিখোঁজের ২ দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার
ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের দুদিন পর ঘোষেরহাট এলাকার হলতা নদী থেকে আসমা আক্তার মুন্নি (১৫) নামে এক দাখিল পরীক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। আসমা উপজেলার জোড়খালি গ্রামের আবুল কালামের মেয়ে ও আমুয়া ছোনাউডা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন বলেন, হলতা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
ওসি আরও বলেন, গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে সে বের হয়। এরপর আর ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বুধবার দুপুরে থানায় জিডি করতে আসে। এ সময় নদীতে ভাসমান লাশের খবর আসে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করা হয়। কীভাবে তার মৃত্যু হলো, তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি তোফাজ্জেল।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এসএমআরকে/এমএআর/জানুয়ারি ২৯, ২০১৪)