কারাগার থেকে মুক্তির পর কুপিয়ে হত্যা
কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হয়ে বাড়ি ফেরার পথে আবুল বাশার (৩৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
কুমিল্লা নগরীর পার্ক রোড এলাকায় বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। রাত সাড়ে ৭টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবুল বাশার জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের হাজী আলী আজমের ছেলে।
নিহতের আত্মীয় অ্যাডভোকেট মাহবুবুর রহমান দ্য রিপোর্টকে জানান, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে দায়ের করা একটি মামলায় কিছুদিন আগে আবুল বাশার গ্রেফতার হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন।
বুধবার সন্ধ্যায় জামিনে বের হয়ে এক আত্মীয়ের মোটরসাইকেলে নগরীর চকবাজার আন্তঃজেলা বাস টার্মিনাল হয়ে বাড়ি যাওয়ার পথে নগরীর পার্ক রোড এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ দ্য রিপোর্টকে জানান, নিহত আবুল বাশারের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের স্বজনরা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।
(দ্য রিপোর্ট/জেপি/এমএআর/জানুয়ারি ২৯, ২০১৪)