প্রতীক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না
বেনাপোল (যশোর) সংবাদদাতা : প্রতীক্ষার প্রহর গুনছেন ৬৫০ বাংলাদেশী জেলে। সাজার মেয়াদ শেষ হলেও তারা এখনও মুক্তি পাচ্ছেন না ভারতের পশ্চিমবঙ্গের জেল থেকে।
অবৈধভাবে ভারতে প্রবেশ এবং বেআইনিভাবে সে দেশে অবস্থানের জন্য তারা ধরা পড়েন। সাজাও হয় তাদের। কিন্তু সাজার মেয়াদ শেষ হলেও দেশে ফেরা সম্ভব হয়নি। প্রতীক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না।
সাজা খাটা ওই সব বন্দির অনেকেই এক বছরেরও বেশি সময় কারান্তরালেই রয়েছেন। স্বদেশে ফেরার দাবিতে অনশনও করেছেন। কিন্তু কোনও লাভ হয়নি। কর্তৃপক্ষের কানে তাদের দাবি পৌঁছায়নি।
পশ্চিমবঙ্গের কারা দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, আদালত তাদের বাংলাদেশে পাঠানোর নির্দেশ দিলেও কোনও ব্যবস্থা এখনও করা সম্ভব হয়নি। ফলে এখনও জেলে রয়েছেন তারা।
পশ্চিমবঙ্গের ৫৭টি কারাগারের ৩২টিতে বর্তমানে তিন হাজার ৪১৯ বাংলাদেশী বন্দি রয়েছেন। বিচারাধীন রয়েছেন দুই হাজার ৪৩ জন। আর সাজা খাটছেন ৭২৬ জন।
সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়া বন্দির সংখ্যা ৬৫০। এ ছাড়া রয়েছে তাদের স্ত্রী-সন্তানরা। সবচেয়ে বেশি বন্দি রয়েছে দমদম, বনগাঁ ও বালুরঘাট কারাগারে। বহরমপুর কারাগারেও রয়েছেন বেশ কিছু। তবে দমদম কারাগারেই রয়েছেন এক হাজার ৬৫ বন্দি।
পশ্চিমবঙ্গের কারা দপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশী বন্দিদের সীমান্তবর্তী জেলাগুলোর জেলে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের জেলগুলোতে বন্দিদের চাপ বেড়ে যাওয়ায় সরকার আরও তিনটি জেল করার কথা ভাবছে।
পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সব জেল মিলিয়ে ২০ হাজার বন্দি রাখার ব্যবস্থা রয়েছে। কিন্তু বন্দি রয়েছেন ২৪ হাজারেরও বেশি।
(দ্য রিপোর্ট/জেএইচ/এমএআর/জানুয়ারি ২৯, ২০১৪)