নারায়ণগঞ্জ সংবাদদাতা : সিদ্ধিরঞ্জের পুল এলাকা থেকে অজ্ঞাত (৪২) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বুধবার বিকেলে ডিএনডি খাল থেকে মৃতদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কের পাশে ডিএনডি খালে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই জিন্নাহ দ্য রিপোর্টকে জানান, উদ্ধার করা মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। তবে তার পকেটে হোরোইন পাওয়া গেছে।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/জানুয়ারি ২৯, ২০১৪)