তপন বাগচী
বন্ধু প্রাণসখা
বলতে পারে এই সমাজে
বন্ধু কে কে হয়?
পিতা-মাতা, বধূ-স্বামী
বন্ধু সুনিশ্চয়!
নিজের ছেলে-মেয়ের চেয়ে
বন্ধু কেবা বড়?
তাদের চেয়েও কাজের বন্ধু—
কেউ কি হিসেব করো?
বন্ধু গোটা প্রকৃতি আর
বন্ধু প্রাণীকুল,
আরও বড় বন্ধু চেনায়
কেউ করো না ভুল।
বন্ধু হবে উপকারী
নেই পরাজয়-ঠকা!
রোদে-জলে দিচ্ছে ছায়া
বৃক্ষ প্রাণসখা!