চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির গামারীতলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ৫২ থেকে ৫৫ বছর। শুক্রবার সকাল ৮টার দিকে গামারীতলার আবুল খায়ের স্টিল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী এলাকাবাসীরা জানান, অজ্ঞাত এ ব্যক্তি দুই রেললাইনের মাঝ দিয়ে হাঁটছিলেন। এ সময় দু’দিক থেকে আচমকা দুটি ট্রেন চলে আসে। এতে জ্ঞান হারিয়ে অথবা প্রচণ্ড বাতাসের কারণে কোনো একটি ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

কুমিরা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রেললাইনে মাঝখানেই লাশটি পড়েছিল। নিহত ব্যক্তির মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। হয়তো ট্রেনের ধাক্কায় মারা গেছে। তার কোনো পরিচয় আমরা পায়নি। লাশটি উদ্ধার করে জিআরপি থানা নিয়ে গেছে।

(দ্য রিপোর্ট/এমএম/সা/জানুয়ারি ০৮, ২০১৬)