৭৩ ইউপি নির্বাচনের প্রস্তুতি ইসির
মাহফুজ স্বপন, দ্য রিপোর্ট : সারা দেশে ৭৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৫ চেয়ারম্যান, ৪৮ সাধারণ সদস্য ও ১০ সংরক্ষিত শূন্য আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। শূন্য ঘোষিত পদে উপনির্বাচন অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা মুদ্রণের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ২৮ জানুয়ারি ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র অনু বিভাগের মহাপরিচালককে এ নির্দেশ দেয় ইসি। ইসি সচিবালয়ে সহকারী সচিব আশফাকুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় মঙ্গলবার।
চিঠিতে বলা হয়, বিভিন্ন ইউনিয়ন পরিষদের শূন্য ঘোষিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের শূন্য ঘোষিত পদে নির্বাচনের জন্য দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুত করা চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ৩১ মার্চ ২০১৪-এর মধ্যে দুই সেট ছবিসহ ভোটার তালিকার ফটোকপি করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়।
যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ পদে নির্বাচন হবে সেগুলো হলো- পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য, বরিশাল জেলার মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউপির ৫নং সাধারণ সদস্য, রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউপির ১নং সংরক্ষিত মহিলা, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতাইল ইউপির ৮নং ওডার্ডের সাধারণ সদস্য ও কোটালীপাড়া উপজেলার আমতলী ইউপির ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে।
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউপির ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বল্লা ইউপির ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউপির ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য, বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউপির ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য, কাহালু উপজেলার নারহট্ট ইউপির ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য, সদর উপজেলার জগদল ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য, সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউপির ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউপির ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য, পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইকোল ইউপির ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার গোবরাতলা ইউপির ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বারুহাস ইউপির ২নং ওয়ার্ডেও সাধারণ সদস্য ও চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউপির চেয়ারম্যান পদে, রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছি ইউপির ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য, জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউপির ১নং সাধারণ সদস্য, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউপির ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও কাহারোল উপজেলার তারগাঁও ইউপির ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী ইউপির ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউপির ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও কামারদহ ইউপির চেয়ারম্যান পদে এবং সদর উপজেলার সাহাপাড়া ইউপির ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউপির ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউপির ৩নং সংরক্ষিত মহিলা সদস্য ও লাঙ্গলঝাড়া ইউপির ৪নং সাধারণ সদস্য, যশোর জেলার চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউপির চেয়ারম্যন পদে।
খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলার জলমা ইউপির ২নং সাধারণ ওয়ার্ডের সদস্য, বাগেরহাট জেলার মংলা উপজেলার চিলা ইউপির চেয়ারম্যান পদে, ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউপির চেয়ারম্যান পদে, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউপির ৫নং সাধারণ সদস্য, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউপির ২নং সংরক্ষিত মহিলা সদস্য, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউপির ২নং সংরক্ষিত মহিলা সদস্য, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পূর্বধইর ইউপির ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য, ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ী ইউপির ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও কেরানীগঞ্জ উপজেলার কোণ্ডা ইউপির চেয়ারম্যান পদে, চট্টগ্রাম জেলার বাশখালী উপজেলার চাম্বল ইউপির ৫নং সাধারণ সদস্য, ঝালকাঠি জেলার সদর উপজেলার পোনাবালিয়া ইউপির ৫নং সাধারণ সদস্য, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউপির চেয়ারম্যান পদে।
ময়মনসিংহ জেলার ঈশ্বগঞ্জ উপজেলার সোহাগী ইউপির ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউপির ২নং সংরক্ষিত মহিলা সদস্য, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউপির ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউপির ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য, রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ ইউপির চেয়ারম্যান পদে ও বদরগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউপির চেয়ারম্যান পদে, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউপির ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য, টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার দাড়িয়াপুর ইউপির ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য, ঝালকাঠি জেলার সদর উপজেলার গাবখানধানসিড়ি ইউপির ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতাল (উত্তর) ইউপির চেয়ারম্যান পদে, পঞ্চগড় জেলার অটোয়ারী উপজেলার তোড়িয়া ইউপির ৯নং সাধারণ সদস্য, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ডমুরিয়া ইউপির চেয়ারম্যান পদে ও কাবিলাপুর ইউপির ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কড়াইল ইউপির ২নং ওয়ার্ডেও সাধারণ সদস্য, নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর ইউপির ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য, ঠাকুরগাঁও জেলার সদর উপজেরার জামালপুর ইউপির ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউপির ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউপির চেয়ারম্যান পদে, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউপির ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য, শরীয়তপুর জেলার নড়িয়া জেলার ভোজেশ্বর ইউপির ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউপির চেয়ারম্যান পদে, গাইবান্ধা জেলার সদর উপজেলার মালিবাড়ী ইউপির ১নং সংরক্ষিত মহিলা সদস্য, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউপির ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য, ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপর ইউপির ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য, টাঙ্গাইল জেলার সদর উপজেলার দাইন্য্ ইউপির চেয়ারম্যান পদে, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউপির ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউপির ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ফুলপুর ইউপির চেয়ারম্যান পদে, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও ফেনী জেলার পরশুরাম উপজেলার চিতলিয়া ইউপির ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে।
(দ্য রিপোর্ট/এমএস/এএস/জানুয়ারি ৩০, ২০১৪)