পালানো আসামি ফের গ্রেফতার
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
বোয়ালখালী উপজেলার কালুরঘাট সিএনজি স্ট্যান্ড থেকে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সৈয়দুল আলম প্রকাশ বাঘা (৪০) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম চন্দ্র ধর দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ১৮ সেপ্টেম্বর ফটিকছড়ি এলাকায় স্বর্ণের আদলে বার বানিয়ে ২২ ক্যারেটের নকল সিল মোহর ব্যবহার করে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে জনতা সৈয়দুল আলম বাঘা, তার স্ত্রী রোকসানা বেগম (২৬) ও তার সহযোগী গফুরকে গণপিটুনি দিয়ে ফটিকছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করে।
গুরুতর আহত অবস্থায় তাদের চমেক হাসপাতালের ২৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরের দিন দুপুর দেড়টার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাঘা পালিয়ে যায়। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে এএসআই ফয়েজুর রহমান ও কনস্টেবল ফয়সাল আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়।
সৈয়দুল আলম বাঘা বোয়ালখালী উপজেলার পূর্বগোমদণ্ডী রেলস্টেশন এলাকার মৃত শামছুল আলমের ছেলে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. শামছুল ইসলাম জানান, বাঘাকে শনিবার আদালতে হাজির করা হবে।
(দ্য রিপোর্ট/জেএস/এমএআর/সা/জানুয়ারি ০৮, ২০১৬)