চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
চট্টগ্রাম অফিস : জেলার হাটহাজারীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ রাশেদ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের বড়দীঘির পাড় এলাকায় শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু হাটহাজারী সদরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থাকা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন। অপর আরোহী সালাউদ্দিনকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনকে হাসপাতালে আনার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।
(দ্য রিপোর্ট/আর/এএসটি/এনআই/জানুয়ারি ০৯, ২০১৬)