‘গত ৫০ বছরে বাংলাদেশে দাঙ্গার নজির নেই’
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় মহাতীর্থ ‘চন্দ্রনাথধাম’-এর সিঁড়ি-সোপান নির্মাণ ও সংস্কার কাজ এবং মন্দিরাদির সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)।
শনিবার দুপুরে উদ্বোধনের পর সুধী সমাবেশে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হলেও বিগত ৫০ বছরে বাংলাদেশে এর নজির নেই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’
তিনি বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সহায়তার হাত বাড়ালে সীতাকুণ্ড চন্দ্রনাথধামের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে।’
প্রধান বিচারপতি বলেন, ‘সীতাকুণ্ড স্লাইন কমিটির অন্তত ৩ হাজার একর জায়গা অবৈধ দখলে রয়েছে। এ বিশাল জায়গা উদ্ধার করা গেলে সীতাকুণ্ডকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা যায়। এ জন্য প্রশাসন ও এলাকাবাসীর এগিয়ে আসা দরকার।’
সীতাকুণ্ড স্লাইন (তীর্থ) কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ও সীতাকুণ্ড স্লাইন কমিটির প্রশাসক মো. নুরুল হুদা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, দিদারুল আলম এমপি, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র মো. মনজুর আলম, প্রফেসর ড. অনুপম সেন, ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম, ডিআইজি শৈবাল কান্তি চৌধুরী ও ভানু লাল দাস, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য্য, পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রমুখ।
আগামীকাল শনিবার বেলা ১১টায় বিশ্বের সনাতন হিন্দু সম্প্রদায়ের আদিতম, ইতিহাস প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী পীঠস্থান-চট্টগ্রামের সীতাকুণ্ডস্থ এ মহা-উন্নয়ন পরিকল্পনার ফলক উন্মোচন করবেন প্রধান বিচারপতি এসকে সিনহা।
(দ্য রিপোর্ট/এসবি/সা/জানুয়ারি ০৯, ২০১৬)