‘নতুন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে’
চট্টগ্রাম অফিস : বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনকে বাতিল করে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে।
চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে অফিসার্স ক্লাবে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রতিনিধি সভায় শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নোমান বলেন, ৫ জানুয়ারি নির্বাচন, উপজেলা নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন ও সম্প্রতি পৌরসভা নির্বাচনে সিইসি সরকারের বলয় থেকে বের হতে পারেনি। এই সিইসির অধীনে আর কোনো নির্বাচন নয়। বর্তমান নির্বাচন কমিশনকে বাতিল করে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে জাতীয় উন্নয়নের সঙ্গে গণতন্ত্র জড়িত। গণতন্ত্রকে বিকশিত করার স্বার্থে গণতান্ত্রিক সরকার অপরিহার্য। অগণতান্ত্রিক সরকার দিয়ে জোর করে দেশ চালানো যাবে, কিন্তু দেশের সামগ্রিক উন্নয়নকে এগিয়ে নেওয়া যাবে না। দেশে বর্তমানে নতুন কোনো বিনিয়োগ নেই, অর্থনীতি মন্দা, প্রবৃদ্ধির হার নিচের দিকে নেমে যাচ্ছে। এ অবস্থায় সরকারকেই জাতীয় সংলাপের ব্যবস্থা করে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ সুগম করতে হবে।
নোমান আরও বলেন, পৌরসভা নির্বাচনে কমিশনকে নিয়ে সরকার জনগণের সাথে তামাশা করেছে। নির্বাচনে বিএনপি পরাজিত ও আওয়ামী লীগের জয় হয়েছে দাবি করলেও প্রকৃতপক্ষে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সাংগঠনিক পরাজয় হয়েছে। প্রশাসনের সহযোগিতায় কারচুপির মাধ্যমে অধিকাংশ পৌরসভায় সরকারদলীয় প্রার্থীরা জয় লাভ করেছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান অবৈধ সরকারকে হটাতে সবাইকে এক সাথে কাজ করতে হবে। মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়। জনগণকে আওয়ামী লীগের দুঃশাসন মুক্ত করতে নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। শ্রমিকরা হচ্ছে অর্থনীতির প্রাণ। শ্রমিকদের একতাবদ্ধ করে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন সাবেক এই শ্রমিক নেতা।
বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন, বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী নুরুল্লাহ বাহার, সহসাধারণ সম্পাদক শামসুল ইসলাম, নগর শ্রমিক দল সভাপতি তাহের আহমদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, শ্রমিক দল নেতা স ম জামাল, আবদুল্লাহ আল হারুন, শাহনেওয়াজ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী, বান্দরবান জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, নগর শ্রমিক দল নেতা শফিকুল ইসলাম মজুমদার, আবু বক্কর ছিদ্দিকী, এস এস আজিম, মোহাম্মদ সেলিম, ফজলুল হক জাবেদ, রফিকুল ইসলাম, নুরুন্নবী, আবু তৈয়ব ও জসিম উদ্দীন।
(দ্য রিপোর্ট/এপি/সা/জানুয়ারি ০৯, ২০১৬)