জাপার সোলায়মান শেঠ হাসপাতালে ভর্তি
চট্টগ্রাম অফিস : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ শনিবার সকালে গুরুতর অসুস্থ হয়েছেন।
তাকে নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা সোলায়মান আলম শেঠকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে জাপা চট্টগ্রাম নগর শাখার প্রচার সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান।
জাপা নেতা সোলায়মান আলম শেঠের পরিবারের পক্ষ থেকে এবং জাতীয় পার্টির মহানগরীর পক্ষ থেকে তার আরোগ্য কামনায় দোয়া কামনা করেছেন।
(দ্য রিপোর্ট/এএসটি/সা/জানুয়ারি ০৯, ২০১৬)