চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে পটিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তার নাম মো. আবদুল হক (৭০)। শনিবার দুপুরে ১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বোর্ড অফিস ফুটপাত দিয়ে হাঁটার সময় পিকআপের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। নিহত আবদুল হক কুসুমপুরা ইউনিয়নের বিনানিহারা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।
নিহতের সন্তান ও হরিণখাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ জানান, শনিবার দুপুরে আমার বাবা কুসুমপুরা বোর্ড অফিস এলাকা থেকে মহাসড়কের ফুটপাত দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ বাবাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হারুনুর রশিদ আরও জানান, তার বাবা একজন মুক্তিযোদ্ধা। তবে সরকারিভাবে আবেদন পূরণ করে জমা দেওয়া হলেও এখন পর্যন্ত তালিকায় নাম আসেনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, আহত মুক্তিযোদ্ধা মো. আবদুল হককে দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/এপি/সা/জানুয়ারি ০৯, ২০১৬)