মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া শিবরামপুর গ্রামে বুধবার রাতে র‌্যাব পরিচয়ে আফজাল হোসেনের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ছয় ভরি স্বর্ণের ও ১২ ভরি রুপার অলঙ্কারসহ নগদ ৪ হাজার টাকা লুটে নিয়েছে।

আফজালের স্ত্রী সাহেলা বেগম জানান, তার স্বামী ভূমি অফিসের সার্ভেয়ার। ঢাকায় কর্মস্থলে থাকেন। এক মেয়ে এক ছেলেকে সঙ্গে নিয়ে তিনি গ্রামের বাড়িতে থাকেন।

রাত পৌনে ১টার দিকে ৮-১০ জন লোক এসে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে বাড়ির লোকজনকে ডাকতে থাকে। এ সময় তিনি (সাহেলা) দরজা খুলে বাইরে এলে তারা দেশি অস্ত্রে জিম্মি করে বেঁধে ফেলে। ঘরে ঢুকে তারা ছেলেমেয়েদের মেরে ফেলার ভয় দেখিয়ে চাবি ছিনিয়ে নেয়। এরপর তারা আলমারি থেকে ওই অলঙ্কার ও টাকা লুটে নিয়ে যায়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রাতেই টহল পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
(দ্য রিপোর্ট/এনইউএস/এমডি/শাহ/জানিয়ারি ৩০, ২০১৪)