চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম থেকে আনোয়ার আশরাফ নামে এক ফাঁসির আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

আনোয়ার আশরাফ নগরীর পাঁচলাইশ এলাকার কাসেম চৌধুরীর ছেলে।

র‌্যাব-৭ এর উপ-পরিচালক শাফায়েত জামিল ফাহিম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আনোয়ার আশরাফ ঢাকা থেকে সকালে চট্টগ্রামে আসার খবর পেয়ে র‌্যাবের একটি টিম শাহ আমানত বিমানবন্দরে অবস্থান নেয়। পরে সকাল ১০টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছলে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কারবালা টিলা এলাকায় ২০০৪ সালের ২ এপ্রিল এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ মামলায় আদালত ২০১৪ সালের ১৯ আগস্ট আশরাফ হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এ ঘটনায় গোলাম মোস্তফা নামে এক আসামিকে খালাস দিয়েছিলেন আদালত। রায় ঘোষণার আগে থেকেই আশরাফ পালাতক ছিলেন।

(দ্য রিপোর্ট/আর/এএসটি/এইচ/জানুয়ারি ১০, ২০১৬)